Friday, December 26, 2025
Homeকলকাতা“বর্ধমান উত্তর থেকে প্রার্থী হোন শুভেন্দু অধিকারী, ৫০ হাজারে হারাবো”, হুঙ্কার বর্ধমানের...

“বর্ধমান উত্তর থেকে প্রার্থী হোন শুভেন্দু অধিকারী, ৫০ হাজারে হারাবো”, হুঙ্কার বর্ধমানের বিধায়কের

পূর্ব বর্ধমান : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক। ২১ জুলাইয়ের ধর্মতলার সমাবেশকে সফল করতে যুব তৃণমূল কংগ্রেসের বর্ধমান-১ ব্লকের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই প্রস্তুতি সভায় বিধায়ক নিশীথ কুমার মালিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, তিনি যেন বর্ধমান উত্তর থেকে প্রার্থী হন। আমি তাঁকে ৫০ হাজার ভোটে হারাবো।”

ওই সভায় বিধায়কের এমন বক্তব্য ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় কর্মীদের মধ্যে। বিধায়ক আরও বলেন, “শুভেন্দু বাবু গতকাল বর্ধমানে এসে বললেন চারটি আসনে বিজেপি জিতেছিল, কিন্তু গণনাকেন্দ্রে কারচুপি হয়েছে। আমি বলি, গণনাকেন্দ্রে নয়, মানুষ আপনাদের ভোট দেয়নি। আর বর্ধমান উত্তরে দাঁড়ালে মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করবে।”

প্রসঙ্গত, রবিবার বর্ধমানে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনে বর্ধমান জেলার চারটি আসনে বিজেপি এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে গণনার সময় কারচুপির মাধ্যমে বিজেপিকে পরাজিত করা হয়। এই রাজনৈতিক বাকযুদ্ধে এখন উত্তপ্ত বর্ধমানের রাজনীতি।

স্থানীয় নেতৃত্বের পাশাপাশি জেলা ও ব্লক নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে বারবার উঠে এসেছে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার কথা এবং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments