পূর্ব বর্ধমান : কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। মেমারি থানার পুলিশ গ্রেপ্তার ভুয়ো অফিসারকে। ধৃতের নাম মানারুল সেখ ওরফে মনি (৩৮), বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মেমারির পালসিটের ভৈটা এলাকায় কয়েকটি বাড়িতে গিয়ে নিজেকে লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দেয় মানারুল। চেকিংয়ের নাম করে ঘরে ঢুকে ১০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা কেস দেওয়া ও মারধরের হুমকি দেয়। অভিযোগকারি কাকলি হেমব্রম ভয়ে ১০০০ টাকা দিয়ে দেন বলে জানা গেছে। একইভাবে প্রতিবেশী কালু দাস ও সুন্দর হেমব্রমের বাড়িতেও একই কায়দায় টাকা দাবি করে ওই ভুয়ো অফিসার।
এরপর স্থানীয়দের সন্দেহ হলে তারা মানারুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে মানারুল সেখ-কে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতের কোনও চক্র যুক্ত আছে কি না তা খতিয়ে দেখতে।

