Friday, December 26, 2025
Homeকলকাতাকোচিং সেন্টার থেকে হোয়াটসঅ্যাপ চক্র, পুলিশের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই

কোচিং সেন্টার থেকে হোয়াটসঅ্যাপ চক্র, পুলিশের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই


গণবন্ধু : কলকাতা পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা ছিল গতকাল রবিবার। এই পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কাটোয়া থানার পুলিশ দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করে ঐদিন। ধৃতদের নাম সুতপা হালদার ও জাকির মণ্ডল। সোমবার দু’জনকেই কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে জাকির মণ্ডলকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা সুতপা হালদার দাঁইহাট বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মূল গেটে তল্লাশি চালানোর সময় কর্তব্যরত কর্মীদের সন্দেহ হয়। তল্লাশিতে সুতপার পায়ের মোজার ভেতর থেকে একটি উত্তরপত্র উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে কাটোয়া থানার পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে সুতপা জানান, কাটোয়ার মুলটি গ্রামের বাসিন্দা জাকির মণ্ডলই তাঁকে ওই উত্তরপত্র সরবরাহ করেছিলেন। তদন্তে পুলিশ জানতে পারে, সুতপা ও জাকির দু’জনেই কাটোয়ার কাছারি রোডের একটি কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিতেন। জাকিরও ওই নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন এবং তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল পূর্বস্থলী বালিকা বিদ্যালয়ে।
সুতপার বয়ানের ভিত্তিতে রবিবার গভীর রাতে মুলটি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে তদন্তকারীরা আরও চাঞ্চল্যকর তথ্য পান। সূত্রের খবর, জাকিরের হোয়াটসঅ্যাপ থেকে একাধিক উত্তরপত্র উদ্ধার হয়েছে।
সোমবার ধৃত দু’জনকে আদালতে পেশ করা হয়। পুলিশের দাবি, এই জালিয়াতি চক্র কতদূর বিস্তৃত তা জানতে জাকিরকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি। পুলিশের অনুমান, এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আর কতজন পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র পৌঁছেছিল এবং এর নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাটোয়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments