Friday, December 26, 2025
Homeখবরলগ্নজিতার পর তৃণমূলের রোষে আরও এক শিল্পী, অনুষ্ঠান বাতিল সরগরম বর্ধমান

লগ্নজিতার পর তৃণমূলের রোষে আরও এক শিল্পী, অনুষ্ঠান বাতিল সরগরম বর্ধমান

গণবন্ধু : লগ্নজিতা চক্রবর্তীর পরে এবারে পল্লব কীর্তনিয়ার গানের অনুষ্ঠান বাতিল। পূর্ব বর্ধমানের ভাতারে অনুষ্ঠান বাতিল নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দু-পক্ষই একে অপরকে নিশানা করেছে।
পূর্ব বর্ধমানের ভাতারে একটি বইমেলা হচ্ছে। এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন শিল্পীরা। এই বইমেলা এবং উৎসবে বিশিষ্ট সংগীতশিল্পী পল্লব কীর্তনিয়ার একটি গানের অনুষ্ঠান ছিল আগামী ২৫ ডিসেম্বর। সোমবার নিজের ফেসবুক পোস্ট করে শিল্পী জানিয়েছিলেন, শাসকের প্রবল চাপে শেষ মুহূর্তে তার অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা।
এই নিয়ে সরব রাজনৈতিক নেতারা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, ‘এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আবার জয় হলে বাংলাদেশে যা হচ্ছে তা এখানে হবে। শিল্প সমাজের দর্পন। কিন্তু, এ রাজ্যে শিল্পীরা সমাজের অনাচার তুলে ধরতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের কারবার এটাই।’
অন্যদিকে, এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম।  তিনি জানান,  ‘তৃণমূল কংগ্রেসের শিল্পীর স্বাধীনাতায় বিশ্বাস করে। এই বাংলায় নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। কী কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়েছে তা আয়োজকের জানেন। তবে তৃণমূল কংগ্রেসের সাথে এর কোনোও যোগ নেই।’
ভাতার বইমেলা ও উৎসবের আয়োজক মধুসূদন কোঙার বলেন, “আমরা যে  পরিমাণ বিজ্ঞাপন পাবো ভেবেছিলাম তা পাইনি। ওনার সম্মান দক্ষিণা ঠিকমতো দিতে পারব না বলেই আমরা বারণ করেছি। শাসকদলের তরফে আমাদের কোনো চাপ দেওয়া হয়নি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments