Friday, December 26, 2025
Homeকলকাতাআসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব বর্ধমানে তৃণমূলের বড়সড় রদবদল

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব বর্ধমানে তৃণমূলের বড়সড় রদবদল


পূর্ব বর্ধমান : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানে বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে জেলা তৃণমূল যুব কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা কমিটির তালিকাও প্রকাশ করা হয়। এদিন বর্ধমানে তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী এই তালিকা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নীলা মুন্সি, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সন্দীপ বসু, সহ জেলার একাধিক বিধায়ক সহ জনপ্রতিনিধিরা।

এদিন রবীন্দ্রনাথ চ্যাটার্জী জানান, বিধানসভা ভোটের প্রস্তুতিতে বিধায়করা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। সেই কারণে একাধিক বিধানসভা কেন্দ্র নিয়ে দায়িত্ব ভাগ করে অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ঘোষিত দায়িত্ব অনুযায়ী কাটোয়া-মঙ্গলকোট-কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের অবজারভার করা হয়েছে আজিজুল হক মণ্ডলকে। আউসগ্রাম-ভাতাড়-বর্ধমান উত্তর কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন দেবু টুডু। বর্ধমান দক্ষিণ-মেমারি-মন্তেশ্বরে বাগবুল ইসলাম। কালনা-পূর্বস্থলী উত্তর-পূর্বস্থলী দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে নব করকে। খণ্ডঘোষ-রায়না-জামালপুর বিধানসভা কেন্দ্রে দেবাশীষ নাগ।

নতুন ঘোষিত জেলা কমিটিতে বহু পুরনো কর্মী ও নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল জেলা কমিটিতে ২৭ জন সহ-সভাপতি, ২৫ জন সাধারণ সম্পাদক ও ১৮ জন সম্পাদক-সহ মোট ১১৯ জনকে রাখা হয়েছে।

অন্যদিকে, জেলা তৃণমূল যুব কংগ্রেসের ৬১ জন সদস্যের কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ২৪ জন সাধারণ সম্পাদক ও ১৬ জন সম্পাদক রয়েছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের ৫০ জন সদস্যের কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, ১৪ জন সাধারণ সম্পাদক ও ১৪ জন সম্পাদক অন্তর্ভুক্ত। পাশাপাশি, আইএনটিটিইউসি-র ৬৫ জন সদস্যের জেলা কমিটিতে ১৩ জন সহ-সভাপতি, ২১ জন সাধারণ সম্পাদক ও ২৬ জন সম্পাদক রাখা হয়েছে।

নতুন কমিটি ও অবজারভার নিয়োগের মাধ্যমে জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি জোরদার করতে এখনই ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments