পূর্ব বর্ধমান : বড়দিন মানেই কেক, আর বড়দিনে হেলমেট না থাকলেও ফাইন নয় খাওয়ানো হচ্ছে কেক! বৃহস্পতিবার বড়দিনের দিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে বাইক আরোহীরাও প্রথমে থমকে গিয়েছিলেন। গাড়ি থামানো হচ্ছে ঠিকই, কিন্তু চালান নয় হাতে তুলে দেওয়া হচ্ছে কেক!
কারন, একটাই কেউ মাথায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন, আবার কেউ তিনজন নিয়ে বিনা হেলমেটে রাস্তায় নামছেন। এই অপরাধে এদিন বিরাহাটা ট্রাফিক ওসির নেতৃত্বে মিলল কেক-সহ সচেতনতার পাঠ। দিন দিন শহরে বেপরোয়া বাইক চালানোর প্রবণতা বেড়েছে প্রত্যেকদিন ট্রাফিক এর পক্ষ থেকে করা নজরদারির পাশাপাশি ফাইনও করা হয়। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বড়দিনে বর্ধমানের কার্জনগেট চত্বরে হেলমেট না পড়া বাইক আরোহীকেই থামিয়ে কেক খাইয়ে বোঝানো হল-হেলমেট থাকলে মাথা থাকবে, কেক খাওয়ার সুযোগও থাকবে!
ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর তদারকিতে চলা এই কর্মসূচিতে আরোহীদের হাতে-কলমে বোঝানো হয়, হেলমেট না পরলে বিপদ কতটা বড় হতে পারে। তবে বিপদের গল্পের মাঝেই কেকের কামড়ে মুখে ফুটেছে হাসি।
এই বিষয়ে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জী জানান, জেলা পুলিশ সুপার সায়ক দাসের নির্দেশেই এই উদ্যোগ। তাঁর বক্তব্য, “শাস্তি দিলে মানুষ ভয় পায়, আর কেক দিলে কথা শোনে। তাই বড়দিনে ফাইন নয়, কেক দিয়েই সচেতন করার চেষ্টা করেছি।”
পুলিশের এই অভিনব উদ্যোগে শহরের রাস্তায় নিরাপত্তার সঙ্গে সঙ্গে হাসির রোশনাই ছড়িয়ে পড়ে। বাইক আরোহী থেকে শুরু করে সাধারণ পথচলতি মানুষ সবাই বলছেন, “এমন ট্রাফিক পুলিশ থাকলে নিয়ম মানতেই ভালো লাগে!”

