পূর্ব বর্ধমান : তিনি জীবিত, অথচ নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’। আর সেই কারণেই প্রতিবেশীকে সঙ্গে নিয়ে কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে হাজির হলেন ওই ব্যক্তি নিজেই। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভা এলাকায়।
জানা গিয়েছে, কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা। অভিযোগ, সঠিক সময়ে তিনি এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু ফর্ম জমা নেওয়ার সময় বিএলও রিসিভ অংশে তাঁকে ‘মৃত’ বলে উল্লেখ করেন। পরিবারের দাবি, সংশ্লিষ্ট বিএলও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেননি। অন্যত্র বসেই ফর্ম নেওয়া হয়, সেই সময় ঠিকভাবে যাচাই না করেই স্বামীর ফর্মে কী লেখা হয়েছে, তা তারা বুঝতে পারেননি।
পরিবার আরও জানায়, তারা তেমন পড়াশোনা জানেন না। ফলে ফর্মে ইংরেজিতে কী লেখা হয়েছে, সেটিও তাঁদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। পরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নিজের নামের পাশে ‘মৃত’ লেখা দেখে হতবাক হয়ে যান পূর্ণ সাহা।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সংবাদমাধ্যমকে জীবিত ওই ব্যক্তিকে তাঁর কাছে নিয়ে আসার পরামর্শ দেন।
ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের INTTUC সভাপতি সন্দীপ বসু অভিযোগ করেন, নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে। এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে পূর্ণ সাহা বলেন, “আমি জীবিত। অথচ আমাকে মৃত দেখানো হয়েছে। তাই ডেথ সার্টিফিকেট তুলতে এসেছি।”
এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন মৌখিকভাবে জানান, বিষয়টি সংবাদমাধ্যমের কাছ থেকেই তিনি জানতে পেরেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।

