Thursday, January 15, 2026
HomeকলকাতাDev : বর্ধমানে মঞ্চ মাতালেন অভিনেতা দেব

Dev : বর্ধমানে মঞ্চ মাতালেন অভিনেতা দেব

পূর্ব বর্ধমান : বর্ধমানে মঞ্চ মাতালেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার, ১৩ জানুয়ারি থেকে শুরু হলো চতুর্থ বর্ষের নীলপুর যুব উৎসব, যা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ছোটনীলপুর পীড়তলা সংলগ্ন ঘোষের মাঠে। 

 


উৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব), সাংসদ সায়নী ঘোষ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার-সহ বিভিন্ন কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। উদ্বোধনী মঞ্চে দেব ও সায়নী ঘোষকে গোলাপের মালা ও বর্ধমানের সীতাভোগ-মিহিদানা দিয়ে সংবর্ধনা জানান পৌরসভার কাউন্সিলর তথা উৎসবের প্রধান উদ্যোক্তা রাসবিহারী হালদার।


এদিন প্রিয় অভিনেতা দেবকে এক নজর দেখতে ভিড় জমান অসংখ্য ভক্ত। মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি দর্শকদের অনুরোধে দেব তাঁর ছবি ‘খাদান’-এর একটি গানের তালে নাচে মাতান উপস্থিত সকলকে।


বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব বলেন, “বাংলার ঐতিহ্য মেলা সংস্কৃতি। মেলা এমন একটা জায়গা যেখানে সবাই আসে, ছোটরা মজা পায়, দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজনরাও আসেন। আজ টিভি খুললেই চারদিকে যুদ্ধের পরিবেশের খবর। এই সময় ভালো থাকা, শান্তিতে থাকা ও সুস্থ থাকাটা খুব দরকার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ধর্মেরই হই, যে দলেরই হই, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।”


অন্যদিকে সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, “সামনে বড় লড়াই। এটা কোনও ব্যক্তি বা দলের লড়াই নয় এটা বাংলাকে বাঁচানোর, বাংলা ভাষা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলায় দিদি থাকলে ঢোকলা আসবে না, কাতলা থাকবে। যতদিন দিদি থাকবে, ততদিন আড্ডা হবে, দাঙ্গা হবে না। আমার পাশে রাম বসে আছে না আমার পাশে রহিম বসে আছে, এটা দেখা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে সকলকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে চলা, আনন্দ পাওয়া ও আনন্দ দেওয়া।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments