পূর্ব বর্ধমান : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, ঢুকে পড়ল দোকানে, আহত বহু পথচারী, আটক চালক-সহ তিনজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ১১৪ নম্বর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে শুক্রবার রাতে। রুগী ভর্তি করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স হুড়মুড়িয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের এক দোকানে। এরপর পরপর সাইকেল ও মোটরসাইকেলকে ধাক্কা মেরে অন্তত ৪-৫ জন পথচারীকে আহত করে গাড়িটি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গে থাকা দুইজনই ছিলেন মদ্যপ অবস্থায়। স্থানীয় জয়দেব মণ্ডল ও সঞ্জীব মণ্ডলের বক্তব্য, “একটি বাইককে পাশ কাটাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সটি দোকানে ঢুকে পড়ে।” দুর্ঘটনার পরও পালানোর চেষ্টা করে গাড়িটি, তবে শেষ পর্যন্ত রাস্তার ধারের একটি গুমটিতে ধাক্কা খেয়ে থেমে যায়।
গুমটির মালিক উদয় ঘোষ জানান, “তিনজনই নেশাগ্রস্ত ছিল। অ্যাম্বুলেন্স থেকে মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদীঘি থানার পুলিশ। মদ্যপ অবস্থায় থাকা অ্যাম্বুলেন্সের চালক, মালিক-সহ তিনজনকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটিও।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি বর্ধমান থেকে রোগী ভর্তি করে বীরভূমের রামপুরহাটের দিকে ফিরছিল। আহত পথচারীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক মালিক এতটাই বেসামাল ছিলেন যে, দাঁড়িয়ে কথাও বলতে পারছিলেন না।

