Wednesday, November 19, 2025
Homeকলকাতানেপাল থেকে মুক্তি : সেনা ও প্রশাসনের তৎপরতায় বর্ধমানে ফিরছেন আরজাদ হোসেন...

নেপাল থেকে মুক্তি : সেনা ও প্রশাসনের তৎপরতায় বর্ধমানে ফিরছেন আরজাদ হোসেন ও কন্যা

পূর্ব বর্ধমান : দীর্ঘ উৎকন্ঠার পর আশার আলো। নেপালে চোখের চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েন বর্ধমানের দুই বাসিন্দা। অবশেষে তারা বাড়ি ফিরছেন ভারতীয় সেনা ও দার্জিলিং পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায়। গত ৮ সেপ্টেম্বর মেয়ে কবিতা খাতুনকে সঙ্গে নিয়ে নেপালে চোখের চিকিৎসা করাতে যান বর্ধমানের সরাইটিকর গ্রামের বাসিন্দা সৈয়দ আরজাদ হোসেন। তিনি ৯ তারিখে ডাক্তার দেখান। এরপর নেপালের পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে মেয়েকে নিয়ে তিনি কার্যতঃ হোটেলবন্দি হয়ে পরেন। চিন্তায় ঘুমড়েছে বর্ধমানের বাড়িতেও।

পরিস্থিতি চরম উত্তাল হয়ে উঠলে সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সুষ্ঠভাবে দেশে যাতে তিনি ফিরতে পারেন তার জন্য আবেদন জানান সৈয়দ আরজাদ হোসেন। এগিয়ে আসে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে যোগাযোগ করা হয় ভারতীয় সেনাবাহিনীর সাথে।আজ সকালেই ভারতীয় সেনার তৎপরতায় বিহার-নেপাল সীমান্তের যোগবানী বর্ডার দিয়ে মেয়েকে নিয়ে ভারতে প্রবেশ করেন আরজাদ হোসেন। স্বস্তি ফিরেছে এলাকায়। তারা এখন প্রতীক্ষায় কখন বাড়ি ফিরবে দুটি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments