গণবন্ধু : শিলিগুড়ি থেকে আসানসোলগামী একটি সরকারি বাস। ভিতরে যাত্রীদের ভিড়ে কেউ আঁচই করতে পারেননি, আমের পেটির আড়ালে লুকিয়ে আছে বিপুল পরিমাণ জাল নোট। কিন্তু, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এসটিএফের তৎপরতায় ফাঁস হয়ে গেল গোটা চক্রের পরিকল্পনা।
বৃহস্পতিবার সকালে আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই আমের পেটি নিতে আসা এক ব্যক্তিকে পাকড়াও করে এসটিএফ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার জাল নোট, যার বেশিরভাগই ৫০০ টাকার নোট। ধৃতের নাম রাজেন্দ্র প্রসাদ, বাড়ি পুরুলিয়ার পারবেলিয়ার নিতুরিয়ায়।
জানা গিয়েছে, এসটিএফের একটি দল যাত্রী সেজে বুধবার রাতে বাসে উঠে বসে শিলিগুড়ি থেকে। লক্ষ্য ছিল পাচারকারীকে হাতেনাতে ধরা। পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার ভোরে যখন রাজেন্দ্র প্রসাদ পেটি সংগ্রহ করতে আসেন, তখনই তাকে ধরে ফেলে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, এই জাল নোট পাচার চক্রের শিকড় আরও গভীরে। সন্দেহ করা হচ্ছে, এই চক্রটি বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে জাল নোট সংগ্রহ করে তা রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার ছক কষছিল।
এই ঘটনায় আসানসোল আদালতে ধৃতকে পেশ করা হয়েছে। একইসঙ্গে কে বা কারা এই চক্রে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এসটিএফ।

