পূর্ব বর্ধমান : পুলিশের উপর ভরসা হারিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি নেতা। কয়েকদিন আগে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক-এর বিতর্কিত মন্তব্যের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি। কিন্তু, পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন বিজেপির মণ্ডল-২ এর সভাপতি সঞ্জয় দাস।
তিনি জানান, “বিধায়ক এক রাজনৈতিক কর্মসূচি থেকে প্রকাশ্যে বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমরা এরপর থানায় অভিযোগ করি। কিন্তু তারপর থেকেই আমাকে নানা ভাবে আক্রমণ করার চেষ্টা চলছে। মারধর, হুমকি দিচ্ছেন ওনার দলের নেতারা। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।” এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা হারিয়ে বর্ধমান আদালতের দ্বারস্থ হন সঞ্জয় দাস। আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পাশাপাশি বিষয়ে তৃণমূল নেতা বাগবুল ইসলাম বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, SIR নিয়ে গোটা রাজ্যে অশান্তি চলছে। ইতিমধ্যে এই আতঙ্কে বেশ কয়েক জন মারাও গেছেন। বিজেপি SIR হাতিয়ার করে রাজনীতি করতে চাইছে। সেই পরিপ্রেক্ষিতে বিরক্ত হয়ে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক স্লিপ অফ টাং-এ একথা বলে ফেলেছিলেন। পরে তিনি তার এই ভুল সংশোধন করে নিয়েছেন। এরপরেও হাওয়া গরম করার জন্য বিজেপি অহেতুক অভিযোগ করছে।

