পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। ধৃতের নাম সন্দীপ কুণ্ডু, বাড়ি বর্ধমান শহরের সুকান্তপল্লীতে।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের করা অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ শুক্রবার রাতে সন্দীপ কুণ্ডুকে গ্রেপ্তার করে। শনিবার তাকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগকারী স্বরাজ ঘোষ বলেন, “বিজেপি কর্মী সন্দীপ কুণ্ডু বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করছেন, এমনকি অপমানজনক ছবি পোস্ট করছেন। এটি শুধু মুখ্যমন্ত্রী নয়, সমগ্র মহিলা সমাজের সম্মানহানি করছে। আমরা সংস্কৃতি ও কৃষ্টিতে বিশ্বাসী। আইন নিজের পথে চলবে, আমাদের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে।”
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় কর্মীকে ফাঁসানো হয়েছে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, “পুলিশ এখন তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে। তৃণমূলের হয়ে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বা বিরোধীরা প্রতিবাদ করলে পুলিশ তাদের কন্ঠরোধ করছে। তৃণমূলের দুর্নীতি, খুন, ধর্ষণ, রাহাজানির সময় পুলিশ চোখ বন্ধ করে থাকে। এভাবে ভয় দেখিয়ে প্রতিবাদ থামানো যাবে না। আগামী দিনে মানুষ এই অত্যাচারের জবাব দেবে।” ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

