পূর্ব বর্ধমান : সন্ত্রাসের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীন অবস্থায় কাজ করছেন BLO। শনিবার বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, “আমরা চাই BLO-দের সুরক্ষা। যেভাবে তাদের তুলে নিয়ে পার্টি অফিসে, পঞ্চায়েত অফিসে, ক্লাব ঘরে বসিয়ে জোর করে মিথ্যা ভুল তথ্য আপলোড করাতে হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এমনকি একজন BLO-র স্বামীর উপর প্রাণঘাতী হামলাও হয়েছে।”
তিনি আরও বলেন, “BLO-দের সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে। এই BLO-দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই নিয়ে আগামী সপ্তাহে আমরা আবার নির্বাচন কমিশনে যাবো।”
SIR নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হলে শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল তো বলে দিয়েছিল SIR হবে না। তারা আবার ক্যাম্প করছে কেন? মানুষের বিভ্রান্তি বাড়াতেই এই ক্যাম্প।”

