পূর্ব বর্ধমান : দুর্গাপুজোর উৎসবের আবহ কাটতে না কাটতেই ফের শাসকদলে অশান্তি। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজনকে বহিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান-২ ব্লক সভাপতি পরমেশ্বর কোনার।
সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি জানান, “জয়দেব ব্যানার্জি সহ কয়েকজন দলীয় শৃঙ্খলা ভেঙে দলবিরোধী কাজ করছেন। দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। উল্টে সোশ্যাল মিডিয়ায় দল ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার কটূক্তি করছেন। ব্লক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের তিন বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— বৈকুন্ঠপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান ও প্রাক্তন ব্লক সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি, লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস ও জরু আলম। এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি।
অন্যদিকে, বহিষ্কৃত উপপ্রধান জয়দেব ব্যানার্জি সংবাদমাধ্যমকে জানান, “আমাকে কেন বহিষ্কার করা হয়েছে আমি জানি না। আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা ভিত্তিহীন। দলের কাছে আমি সব জানাব। আমি দলের জেলা কমিটির সদস্য। একজন জেলা কমিটির সদস্যকে ব্লক সভাপতি হয়তো বহিষ্কার করতে পারেন, তাই তিনি করেছেন। আর দুর্নীতির কথা বললে আমি বলব, প্রমাণ দিতে।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে পুজোর পর থেকেই বর্ধমান তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের নতুন অধ্যায় বলে মনে করা হচ্ছে।

