Friday, December 26, 2025
Homeখবর১৯ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে

১৯ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে

গণবন্ধু : জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে উঠল চার চাকা গাড়ি। থমকে গেল যাতায়াত। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কাদারোড সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে। যদিও দুর্ঘটনার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চার চাকার গাড়ি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এবং দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে কিভাবে গাড়িতে আগুন লাগল তা জানা যায়নি।
দমকলের এক আধিকারিক রাজীব ঘটক জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও গাড়ির মালিক কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতাই স্বাভাবিক হয় যান চলাচল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments