পূর্ব বর্ধমান : অনলাইনে পণ্য সরবরাহকারী ব্লিংকিট নামক সংস্থার বর্ধমান শাখার ম্যানেজারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সংস্থার ডেলিভারি কর্মীরা। শুক্রবার পারবীরহাটায় সংস্থার অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ ক্রমশ কমছে কমিশন, বাড়ছে টার্গেট, আর অভিযোগ করলে ব্লক করে দেওয়া হচ্ছে কর্মীদের আইডি।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরে এ সংস্থার হয়ে ডেলিভারির কাজ করেন প্রায় ১৫০ জন কর্মী। তাঁদের দাবি, শুরুর দিকে প্রতি ৪ কিলোমিটার ডেলিভারিতে ৪০ টাকা করে দেওয়া হলেও গত দু’মাসে সেই পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। কিন্তু, একই সঙ্গে বেড়েছে কাজের চাপ। কর্মীদের অভিযোগ, বর্ধমানের দায়িত্বে থাকা ম্যানেজারেরা ইচ্ছে করেই টার্গেট বাড়িয়ে দিচ্ছেন, যাতে টার্গেট পূরণ না হলে ইনসেনটিভ দিতে না হয়।
শুভঙ্কর রায়, মারুফ হোসেন, বুদ্ধদেব সাহা, বাদশা খান, অভিজিৎ ধীবর, শচীনকুমার প্রসাদ, প্রতিভা দে-সহ একাধিক কর্মীদের অভিযোগ, “বৃহস্পতিবার তাঁরা এই বিষয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে যাঁরা সামনের সারিতে সরব হয়েছিলেন শুক্রবার সকালে দেখা যায় তাঁদের আইডি ব্লক করে দেওয়া হয়েছে। আইডি ব্লক থাকায় কোনও অর্ডার ডেলিভারি করাও সম্ভব হচ্ছে না। ফলে রোজগার সম্পূর্ণ থমকে গিয়েছে।”
আরও পড়ুন : বর্ধমানে বন্ধ পরিষেবা
হঠাৎ করে এ ভাবে কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে সংস্থার অফিস ঘেরাও করেন বিক্ষোভ দেখান কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে তাদের সহকর্মীদের আইডি পুনরায় চালু করতে হবে, কমিশন ও ইনসেনটিভ-সংক্রান্ত নিয়ম স্বচ্ছ করতে হবে এবং অন্যায্য টার্গেট বাড়ানো বন্ধ করতে হবে। কাজ যদি করতে হয় তাহলে সবাই মিলে করব আর না হলে কেউই করব না।”
কর্মীদের একাংশের অভিযোগ, “অনেক সময় দ্রুত বাইক চালানোর অভিযোগ তোলা হয় আমাদের বিরুদ্ধে। কিন্তু ম্যানেজারেরাই সময় বেঁধে দিয়ে পাঠান। সময়ের মধ্যে পৌঁছতে না পারলে আয়ের টাকা কেটে নেওয়া হয়। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করি।” সংস্থার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

