উত্তর ২৪ পরগনা : দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন বাংলাদেশের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজি। অভিযোগ, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে তিনি গড়ে তোলেন এক নতুন পরিচয়। এমনকি শ্বশুরকে নিজের বাবা বানিয়ে তোলেন সরকারি নথিপত্রে! ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সুতিরআটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিয়াজুল ইসলাম গাজি বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা। প্রায় ১০ বছর আগে অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেন। এরপর স্থানীয় আবদুর রহিম গাজি-র বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, নির্দিষ্ট অর্থের বিনিময়ে আবদুর রহিমই তাঁকে আশ্রয় দিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই আবদুর রহিমের মেয়ের সঙ্গে রিয়াজুলের বিয়ে হয়। বিয়ের পরেই অভিযুক্ত শ্বশুরকে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলেন এবং সরকারি বিভিন্ন নথিতে সই করিয়ে নেন।
অভিযোগ, এই ভুয়ো পরিচয়ের মাধ্যমে রিয়াজুল বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করেছেন। রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম গাজি বলেন, “এইসব বেআইনি কাজে পঞ্চায়েতের কোনও ভূমিকা নেই। ইলেকশন কমিশন তদন্ত করুক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিক।”
রিয়াজুলের স্ত্রী অবশ্য স্বামীর পক্ষেই সাফাই গেয়েছেন। তাঁর বক্তব্য, “আমার বাবা অত বুঝতেন না, ভুল করে করে ফেলেছেন। তখন ভোটার কার্ডের নিয়মও এমন ছিল না। আমি গর্ভবতী হয়ে পড়ায় বাংলাদেশে আর ফিরতে পারিনি। আমার স্বামী এখন এখানেই থাকেন, তাঁর কোনও দোষ নেই।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি ভাবে নাগরিকত্ব গ্রহণ ও সরকারি সুবিধা ভোগের অভিযোগ প্রমাণিত হলে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

