প্রয়াত অভিনেতা দেবরাজ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকমাস ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। তিনি বাংলা চলচ্চিত্র এবং দূরদর্শনের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন। তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের “প্রতিদ্বন্দ্বী” চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়াও মৃনাল সেনের “কলকাতা ৭১” চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ে সবার মনে জায়গা করে নেন। তারপর একের পর এক বড় বড় পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন। দেবরাজ রায়ের মৃত্যু ভারতীয় এবং বাংলা চলচ্চিত্র উভয়ের জন্যই একটি অপরিসীম ক্ষতি।

