নয়াদিল্লি : লালকেল্লার কাছে বিস্ফোরণ। বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য দিল্লি জুড়ে। বিস্ফোরণে উড়লো গাড়ি, রাজধানীর রাস্তায় রক্তের ছাপ। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে কোনও জঙ্গি নাশকতার ছক, উঠছে প্রশ্ন। ঘটনার পর থেকেই দিল্লি জুড়ে হাইঅ্যালার্ট জারি।
লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশনের ১ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ প্রবল শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি গাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ৫টি দমকলের ইঞ্জিন। ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেছেন। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের বোম স্কোয়াড, ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মেট্রো স্টেশনের প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে –

