পূর্ব বর্ধমান : বর্ষায় ভরা দামোদর নদে মিলল এক বিরল দৃশ্য। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে বিশালাকৃতি ডলফিন। বৃহস্পতিবার সকালে প্রশান্ত মাঝি প্রতিদিনের মতো নৌকা নিয়ে মাছ ধরতে যান দামোদর নদে। সেখানেই তার জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনের এই ডলফিনটি।
খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমায় স্থানীয় উৎসাহী মানুষজন। তবে প্রশান্ত মাঝি ও তার সঙ্গীরা ডলফিনটিকে উদ্ধার করে ফের মাঝ নদীতে ছেড়ে দেন।
পরিবেশপ্রেমীদের মতে, জেলেদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্ষাকালে জলস্তর বেড়ে যাওয়ায় ডলফিন নদীর মধ্য ও উজানের দিকে চলে আসে। দামোদরের মতো নদীতেও মাঝে মাঝে এদের দেখা মেলে।

