গণবন্ধু : আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে টানা প্রায় ১৮ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর এবং জেলার বিভিন্ন এলাকায়। একাধিক জায়গায় ভবন, অফিস ও বহুতল থেকে লোকজনকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়।
প্রাথমিক পরিমাপে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুরে। এমনকি অসমেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের সঠিক উৎসস্থল প্রথমে জানা না গেলেও ভূমিকম্পবিদদের প্রাথমিক অনুমান, বাংলাদেশের নরসিংদি, ঢাকা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরেই ছিল কেন্দ্রস্থল। ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে উৎসস্থল হওয়ায় কম্পন ছিল বেশ জোরালো।
অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। নিরাপত্তার স্বার্থে বহু অফিস ও বহুতল অস্থায়ীভাবে খালি করে দেওয়া হয়। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

