রঞ্জিত পন্ডিত, পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের এক উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ‘দি আইডিয়াল এডিফিকেশন একাডেমি’-র প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হলো এডুকেশনাল এক্সকার্শন ক্যাম্প। সোমবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিবেকানন্দের বাণী প্রচারের মাধ্যমে পদযাত্রা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বর্ধমানের হলদি সংলগ্ন একটি রিসোর্টে।
দু’দিনব্যাপী এই ক্যাম্পে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও বিচারকরা একসঙ্গে মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।
বিচারকের ভূমিকায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী উদয় শঙ্কর, বিশিষ্ট সংগীতশিল্পী মনিদীপা মজুমদার এবং নৃত্যশিল্পী সৃজিতা ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা ও সাংস্কৃতিক-ক্রীড়া বিভাগের দায়িত্বে ছিলেন দিবাকর শীল, অরিন্দম গোস্বামী ও উৎপল দাস।
প্রতিষ্ঠানের পরিচালক নির্মল কুমার শীল ও সৃজা দাস জানান, শুধুমাত্র নম্বরভিত্তিক পড়াশোনার বাইরে হাতে-কলমে শিক্ষা ও জীবনের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সারা বছর ধরেই নানা শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে প্রতিষ্ঠান সচেষ্ট থাকে বলেও জানান তাঁরা। মঙ্গলবার সার্টিফিকেট বিতরণ ও একটি সংক্ষিপ্ত সেমিনারের মধ্য দিয়ে এই দু’দিনব্যাপী এডুকেশনাল এক্সকার্শন ক্যাম্প শেষ হয়।

