Wednesday, November 19, 2025
Homeকলকাতাবর্ধমানে ‘একতা যাত্রা’-য় সাংসদ সুরেন্দ্র সিং নগর

বর্ধমানে ‘একতা যাত্রা’-য় সাংসদ সুরেন্দ্র সিং নগর

পূর্ব বর্ধমান : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এবং “এক ভারত, আত্মনির্ভর ভারত” উদ্যোগকে সামনে রেখে সোমবার বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো ‘একতা যাত্রা।’ ভারতীয় ক্রীড়া মন্ত্রক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ডিভিসি মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। এদিন কোন দলীয় পতাকা ছাড়া সাদা পোশাকে, হাতে জাতীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা অংশ নেন এদিনের মিছিলে। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নগর। পদযাত্রা শেষে কার্জন গেট চত্বরে পথসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সুরেন্দ্র সিং নগর বলেন, “সারা দেশে ১৫০০-রও বেশি একতা যাত্রা ও আত্মনির্ভর ভারত যাত্রার আয়োজন করা হয়েছে। যে কোনও মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে প্রোডাক্ট তৈরি করলে সেখানে থাকে ভারতীয় শ্রমিকদের শ্রম। আজ আমরা শপথ নিলাম—এই শ্রমের যথাযথ মর্যাদা দিতে ও ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত গড়ে তুলতেই আমাদের লক্ষ্য।”

দেশে সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়নি। কেউ সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হলে মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments