পূর্ব বর্ধমান : দামোদরের জলে ভেসে যাওয়া এক ৭০ বছরের মহিলাকে উদ্ধার করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মুইদিপুর গ্রামে। রবিবার সন্ধ্যায় এই ভরা দামোদরে বেগোর মোড়ে যেখানে দামোদর নদ দুদিকে ভাগ হয়ে গিয়ে দামোদর ও মুন্ডেশ্বরি নদী হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গার কাছে (মুইদিপুর গ্রাম) হঠাৎ গ্রামবাসীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। সাথে সাথেই গ্রামবাসীরা ছুটে যান নদীর পাড়ে। খবর পেয়েই সেখানে ছুটে আসেন জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দে। যুদ্ধকালীন তৎপরতায় সকলে মিলে বৃদ্ধাকে নদীর পাড়ে তুলে আনেন তাঁরা। দামোদরের জলে ভেসে গিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলেন তিনি।
দীর্ঘক্ষণ জলে থাকার কারণে বৃদ্ধার শরীর ঠান্ডায় কাঁপতে থাকে। দ্রুত তাঁকে নতুন পোশাক পরানোর ব্যবস্থা করেন এলাকার মহিলারা। খবর পেয়েই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনা চলে যায় জামালপুর থানার পুলিশও। মাতুরি দেবীকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলার নাম মাতুরি টুডু (বয়স প্রায় ৭০ বছর)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার হিজলনার জাকতা গ্রামে। তিনি জানান, দুপুরে দামোদরে স্নান করতে নেমেছিলেন, কিন্তু জল বেড়ে যাওয়ায় ভেসে যান।
আরও পড়ুন : বিজয়া সম্মেলনীতেও শাসকের গোষ্ঠী কোন্দল, শোকজের মুখে এবার বর্ধমানের ব্লক সভাপতি
ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, “ভাগ্য ভালো সময় মতো গ্রামবাসীরা দেখে ফেলেছিলেন, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।”
আরও পড়ুন : দুর্গোৎসবে ৩৩ কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা
ডিভিসি থেকে জল ছাড়ায় এবং নিম্নচাপজনিত বৃষ্টির কারণে দামোদরের জলস্তর বেশ কিছুটা বেড়েছে। সেই জলের স্রোতেই ভেসে যান ওই বৃদ্ধা। তবে স্থানীয়দের তৎপরতা ও মানবিক উদ্যোগে এত বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তিনি।

