Thursday, January 15, 2026
HomeজেলাFilm Agomoni : নতুন বছরে মুক্তি পাচ্ছে রাজন্যা হালদার অভিনীত ছবি 'আগমনী'

Film Agomoni : নতুন বছরে মুক্তি পাচ্ছে রাজন্যা হালদার অভিনীত ছবি ‘আগমনী’

Film Agomoni : নতুন বছরে মুক্তি পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ড হওয়া রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ও ও টি এম সি পি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার অভিনীত ছবি ‘আগমনী।’ আরজি কর কাণ্ডের আবহে এই শর্টফিল্মের মুক্তি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। গত ২ অক্টোবর মহালয়ার দিনই ‘আগমনী তিলোত্তমার গল্প’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ২ জনকেই।

ছবি মুক্তির দিন ঠিক হওয়ার পর এই বিষয়ে রাজন্যা হালদার বলেন, আগমণী শর্ট ফিল্ম টির জন্য সাসপেন্ড করা হয়েছিল আমাকে এবং প্রান্তিক চক্রবর্তীকে। তবে আমি এক্ষেত্রে মনে করি আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি এই শর্ট ফিল্মের সঙ্গে রাজনীতির কোনো সংযুক্তিকরণ নেই এবং সেই সংযুক্তিকরণ করা বৃথা চেষ্টা। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে এই শর্ট ফিল্ম টি। আগমনী তিলোত্তমাদের গল্প দেখবেন, ভাববেন, সমালোচনা করবেন, মাথা পেতে নেব।

Film Agomoni : নতুন বছরে মুক্তি পাচ্ছে রাজন্যা হালদার অভিনীত ছবি ‘আগমনী’

 

Jyotirmay Singh Mahato : এই খেলা বেশিদিন চলবে না, তৃণমূলের যদি ক্ষমতা থাকে তাহলে রাস্তায় দাঁড়িয়ে ৫ লক্ষ মেম্বারশিপ করে দেখাক

প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল

কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল আর নেই। ২৩ ডিসেম্বর সোমবার সন্ধে ৬ টা ৩০ মিনিটে মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা এবং কিডনি সমস্যায় ভুগছিলেন পরিচালক। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় চলচ্চিত্র জগতে। শ্যাম বেনেগাল এক নাম যার উচ্চারণেই ভেসে ওঠে ভারতীয় চলচ্চিত্রের এক সৃষ্টিশীল অধ্যায়। তাঁর মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে কেবল চলচ্চিত্র জগতেই নয়, শিল্প-সংস্কৃতির প্রতিটি কোণায়।

শ্যাম বেনেগাল ছিলেন এমন এক নির্মাতা, যিনি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সৃষ্টিশীলতার শিখরে পৌঁছেছিলেন। তাঁর প্রতিটি কাজ যেন শিল্পের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছে। ১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে কোঙ্কনি পরিবারে জন্মগ্রহণ করেন শ্যাম বেনেগাল। শৈশব থেকেই তিনি ছবি তোলায় আগ্রহী ছিলেন। মাত্র ১২ বছর বয়সে বাবার দেওয়া ক্যামেরা হাতে নিয়ে প্রথম ছবি তৈরি করেন তিনি। সেই ছোট্ট বয়সেই তাঁর মনের গভীরে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতার ঝলক দেখা গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments