Thursday, January 15, 2026
Homeকলকাতাবর্ধমানে বন্ধ স্বর্ণালঙ্কারের দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম

বর্ধমানে বন্ধ স্বর্ণালঙ্কারের দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম

পূর্ব বর্ধমান  :   বর্ধমান সদর স্বর্ণ শিল্পী ওয়েলফেয়ার সমিতির ডাকে শহরের সমস্ত স্বর্ণালঙ্কারের দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হল শুক্রবার ৯ জানুয়ারি ‘কালা দিবস’ স্মরণে। প্রতি বছরের মতো এবারও ১৯৬৩ সালের এই দিনটিকে স্মরণ করে বর্ধমান শহরের স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীরা।
প্রসঙ্গতঃ ১৯৬৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত ‘গোল্ড কন্ট্রোল অ্যাক্ট’ বা স্বর্ণ নিয়ন্ত্রণ আইনের প্রতিবাদে দেশজুড়ে স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। সেই আন্দোলনে প্রায় ৩০০ জন স্বর্ণ শিল্পী হাতের কাজ হারিয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন। পুলিশের গুলিতে ও চরম দুর্দশার শিকার হয়ে অনেক স্বর্ণ শিল্পী প্রাণ হারিয়েছিলেন। তাঁদের সেই আত্মত্যাগ এবং স্বর্ণ শিল্পের উপর নেমে আসা কালো আইনের প্রতিবাদ জানাতেই গত ছয় দশক ধরে এই ৯ জানুয়ারি ‘শহীদ দিবস’ বা ‘কালা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

শুক্রবার সকাল থেকেই বর্ধমান সদর এলাকার সোনাপট্টি সহ শহরের বিভিন্ন প্রান্তের গয়নার দোকান ও কারখানাগুলি বন্ধ ছিল। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এদিন সমস্ত পাইকারি ও খুচরো বিপণন কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে।
বর্ধমান সদর স্বর্ণ শিল্পী ওয়েলফেয়ার সমিতির কর্মকর্তারা জানান, ৯ জানুয়ারি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি স্বর্ণ শিল্পীদের বঞ্চনা, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রতি বছর এই দিনে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে শোক ও প্রতিবাদ পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments