মেমারি : রবিবার রাতে মেমারি থানা পুলিশের গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে রসুলপুর দক্ষিণ বাজার ও মালঞ্চা মধুরানগরের দুটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি ও চকলেট বাজি বাজেয়াপ্ত করে। অভিযানে দুই দোকানদারকেও গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতরা মিঠুন শেখদার (৪১), রসুলপুর দক্ষিণ বাজার ও সুনীল মণ্ডল (৪৯), মালঞ্চা মধুরানগর। দুইজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া বাজে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া বাজিগুলির মধ্যে ছিল, “৪০ প্যাকেট ‘বুড়িমা’ চকলেট; ৫০ প্যাকেট কালীপটকা; ৬টি স্কাই শট বোম; ৬টি ডাবল বাবল স্কাই শট বোম; ৬টি ক্যান্ডি ল্যান্ড স্কাই শট বোম; ৩টি মেলোডি মনস্টার্স স্কাই শট বোম ও ৬০০টি চকলেট ‘গিটে’ বোম।
সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত বাজি গুলি বাণিজ্যিক প্যাকেটে আড়াল করে রাখা ছিল; এই ধরনের অবৈধ আতশবাজি জনসাধারণের জন্য অত্যন্ত বিপজ্জনক।

