গণবন্ধু : মুর্শিদাবাদের মির্জাপুর থেকে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির প্রস্তুতি নিচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটকে মাথায় রেখে সোমবার তিনি নতুন দলের নাম ঘোষণা করতে এবং একাধিক প্রার্থীর তালিকাও প্রকাশ করতে পারেন।
সূত্রে খবর, নতুন দলের নাম হতে চলেছে ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেউপি)। তার প্রতীক হিসেবে কমিশনের কাছে তার প্রথম পছন্দ ‘টেবিল’, তবে বিকল্প হিসেবে ‘জোড়া গোলাপ’।
জেলায় জেলায় যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, হুমায়ুন কবীরের এই পদক্ষেপ শাসক দল ও বিরোধী শিবির উভয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজনৈতিক মহলে বলা হচ্ছে, হঠাৎ এই নতুন রাজনৈতিক হাওয়া রাজ্যের রাজনীতিতে সরগরম উত্তাপ সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, আগামী দিনের নির্বাচনী রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় পৃথক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক উত্তাপের মধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, বড়দিনের আগে রাজ্যে তাপমাত্রা আরও নামতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে বঙ্গ রাজনীতি এখন আরও সরগরম হয়ে উঠেছে।

