Friday, December 26, 2025
Homeখবর“SIR-এ প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপি-কে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো”- ফের...

“SIR-এ প্রকৃত ভোটার বাদ পড়লে বিজেপি-কে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো”- ফের বিস্ফোরক বর্ধমানের তৃণমূল বিধায়কের

পূর্ব বর্ধমান : ফের বিস্ফোরক এবং বিরোধীদের আগুনে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক। এদের সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে SIR নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “SIR নিয়ে আমাদের যদিও ওত মাথা ব্যাথা নেই। আমরা একটাই কথা বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান দু’নম্বর ব্লকের আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপি-কে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো, আমি কিন্তু একটাই সিদ্ধান্ত নিয়েছি। এটা কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার এই SIR নিয়ে যেভাবে তারা বদনাম করার চেষ্টা করছে তারা SIR করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আমি প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরাই করব SIR SIR-এর জায়গায় হবে। আমরা এটাও চাই যারা প্রধানত পূর্ববঙ্গ থেকে এসেছেন যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের অনেক ক্ষেত্রেই অনেকেরই সমস্যা সৃষ্টি হবে কিন্তু আমরা চাইবো প্রত্যেকটা  মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে যাতে একটা নাগরিক ভোটাধিকার থেকে বাদ না যায় সেটা আমরা দেখব।”

এবিষয়ে জেলা বিজেপি-র মুখাপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, “এইসব বক্তব্য তখনই রাখে যখন কেউ পুরোপুরি দেউলিয়া হয়ে যায়, যখন রাজনৈতিকভাবে লড়াই করার কোনও ক্ষমতা থাকে না তখন এইসব ভয়-ভীতি এসব দেখানোর চেষ্টা করে। কিন্তু, একটা জিনিস পরিষ্কার ভয়-ভীতি যাই দেখাক যখন SIR শুরু হবে তখন বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্র বাহিনী এমন ধোলাই দেবে তখন আগুন জ্বালানো তো দূরের কথা আগুনটা নিজের কোথায় ধরবে সেটা খুঁজে পাবে না। তখন আগুন নেভানোর বন্দোবস্ত করতে ব্যস্ত থাকবে। প্রথমে ওরাই আন্দোলনে নেমেছিলেন SIR হবে না। এখন বক্তব্য SIR SIR-এর মত হোক বৈধ ভোটার যাতে বাদ না যাক। SIR হবে এর আটকানো ক্ষমতা কারোর নেই এটা হবে নির্বাচন কমিশনের নির্দেশে। আর নির্বাচন কমিশনের ভয় দেখানোর ক্ষমতা যদি নেয় তাহলে বেশি বাড়াবাড়ি করলে আগুনটা অন্য জায়গায় ধরবে।

রবিবার বিকালে বর্ধমান-২ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসে তরফে আয়োজিত হয়েছিল একটি প্রতিবাদ মিছিল। বাংলার মনীষী ও ভাষাকে কলুষিত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে ‘ভাষা আন্দোলনের’ প্রতিবাদ এই মিছিল উল্লাস মোড় থেকে ঘোড়দৌড়চটি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলার মহিলা নেত্রী নীলা মুন্সি, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক সভাপতি পরমেশ্বর কোনার সহ আরও অনেকে। এই মিছিল শেষে ঘোড়দৌড়চটি মোড়ে এক পথসভার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments