Friday, December 26, 2025
Homeখবরবর্ধমানে উত্তেজনা : বিজেপির বিএলএ-কে মারধর ও হুমকির অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ...

বর্ধমানে উত্তেজনা : বিজেপির বিএলএ-কে মারধর ও হুমকির অভিযোগ, নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

পূর্ব বর্ধমান : এসআইআর প্রক্রিয়ার প্রথম সপ্তাহে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরে। শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বুথ এলাকায় বিজেপির বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-কে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল নেতা কাঞ্চন কাজির ভাই হিরণ কাজির নেতৃত্বে বিজেপির বিএলএ অজয় আইচের উপর হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে গেলে বিজেপি কর্মী বাপী রায়কেও মারধর করা হয় বলে দাবি।

 

বাপী রায়ের অভিযোগ, “বিএলও-র সঙ্গে আমাদের বিএলএ কথা বলছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে টানাহ্যাঁচড়া করে, তারপর চড়-থাপ্পর মারে। আমাকে ফেলে বুকে লাথি মেরে মারধর করা হয়। পরে বাড়িতেও গিয়ে হুমকি দেয়, তৃণমূলের কার্যালয়ে দেখা না করলে বাড়ি ভাঙবে।”

এই ঘটনার পর বিজেপি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের অভিযোগ, “বিজেপির বিএলএ হিসাবে কাজ করায় হামলা চালানো হয়েছে। তৃণমূল চাইছে শুধু তাদের লোকেরাই বুথে থাকুক। এমনকি মারধরের পর বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে।”

 

অন্যদিকে, ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাঞ্চন কাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “মিথ্যা অভিযোগ করছে বিজেপি।”

তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, “বিজেপি অনেক সময়ই ভিত্তিহীন অভিযোগ করে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট বলেছি, কোনও বৈধ ভোটারের নাম তোলায় বাধা দেওয়া যাবে না। কেউ যদি অন্যায় করে থাকে, আইন আইনের পথেই চলবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments