Wednesday, November 19, 2025
HomeSportএবার কোন কোন চ্যানেলে দেখবেন আইপিএল সম্প্রচার ? জানুন বিস্তারিত

এবার কোন কোন চ্যানেলে দেখবেন আইপিএল সম্প্রচার ? জানুন বিস্তারিত

গণবন্ধু : অপেক্ষার আর মাত্র কয়েকটি দিন। ২২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে ১৮তম আইপিএল। ফাইনাল ২৫ মে। এবার আইপিএল সরাসরি সম্প্রচার দেখতে পাবেন যে চ্যানেলে তা হলো –

টিভি : স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি, স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি তামিল, স্টার স্পোর্টস ১ এইচডি তেলেগু এবং স্টার স্পোর্টস ১ কন্নড় টিভি চ্যানেলে খেলা দেখতে পারেন।

অনলাইন : JioCinema অ্যাপ্লিকেশনে আপনি বিনামূল্যে সমস্ত আইপিএল ম্যাচ দেখতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments