Thursday, January 15, 2026
HomeকলকাতাISF Joining : আইএসএফ-এ বড় যোগদান, প্রায় ২০০ কর্মীর দলবদল

ISF Joining : আইএসএফ-এ বড় যোগদান, প্রায় ২০০ কর্মীর দলবদল

পশ্চিম বর্ধমান : সামনেই ভোট। তার আগে একদল থেকে অন্যদলে ঝাঁপাঝাপি অব্যাহত। এরই মধ্যে আইএসএফ-এ বড় যোগদান। পশ্চিম বর্ধমান জেলার রাজনৈতিক মহলে বড়সড় ভাঙন। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ-এ যোগদান করলেন প্রায় ২০০ জনেরও বেশি। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত রাখাকুড়া গ্রামে রবিবার আয়োজিত এই কর্মীসভা থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি ও কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ যোগ দেন তাঁরা। এদিন যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএসএফ কনভেনার জামশেদ আলম ও আইএসএফ নেতা জাকির হোসেন।


যোগদানকারী কর্মীদের বক্তব্য, কর্মসংস্থানের আশায় তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তাঁরা। তাঁদের অভিযোগ, স্থানীয় কলকারখানায় বহিরাগতদের কাজ দেওয়া হলেও এলাকার যুবকদের কাজের সুযোগ মিলছে না। বাধ্য হয়ে কাজের সন্ধানে বাইরে রাজ্যে যেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতির প্রতিবাদ এবং এলাকার মানুষের অধিকার রক্ষার লক্ষ্যেই তাঁরা আইএসএফ-এ যোগদান করেছেন।


আইএসএফ নেতৃত্বের দাবি, মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে রাজ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাড়ছে। আগামী দিনে কর্মসংস্থান ও সাধারণ মানুষের অধিকার আদায় তাদের লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments