পূর্ব বর্ধমান : সোমবার ছিল পুজো, আর মঙ্গলবার কার্তিক লড়াই। অন্যান্যবারের মত এবারও কাটোয়াবাসী কার্তিক পুজোয় মেতে উঠেছে। বাংলার অন্যতম লোকউৎসব কার্তিক পুজোর শোভাযাত্রা কাটোয়ার বাসিন্দাদের কাছে “কার্তিক লড়াই” নামে পরিচিত। কাটোয়ার কার্তিকের শোভাযাত্রাকে “কার্তিক লড়াই” বলা হয়। কার্তিক পুজো কাটোয়ার একটা নিজস্ব উৎসব। কাটোয়ার কার্তিক লড়াই দেখতে শুরু বর্ধমান নয় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ আশপাশের জেলা থেকে দর্শনার্থী শহরে আসেন।
মঙ্গলবার কার্তিক লড়াই অর্থাৎ শোভাযাত্রা। এদিন সন্ধ্যা থেকে কাটোয়া শহরের মূল রাস্তায় এই শোভাযাত্রা বের হয়। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে আলোকসজ্জায় ঝলমল শহর কাটোয়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে নান্দনিক প্যান্ডেল, আলোকসজ্জায়। কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় চন্দননগরের আলোকসজ্জা থেকে শুরু করে দেশের বাইরে থেকেও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থাকে।

