পূর্ব বর্ধমান : পাত্রী দেখানোর নাম করে ডেকে এনে এক রাইস মিল মালিককে অপহরণ ও মুক্তিপনের দাবি, ঘটনায় গ্রেফতার এক। পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতের নাম জিয়ারুল শেখ। ভাতার থানার বামশোর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলকোটের বাসিন্দা প্রাণগোপাল মণ্ডল। মেমারির বড়পলাশনের রাইস মিল আছে। ছেলের বিয়ের জন্য বেশ কয়েকমাস ধরেই পাত্রী খুঁজছিলেন তিনি। হঠাৎই তাকে পূর্ব পরিচিত এক ব্যক্তি ফোন করে জানান, তার কাছে এক পাত্রীর সন্ধান রয়েছে এবং তাকে পাত্রী দেখতে যাওয়ার জন্য বলেন। ওই ব্যক্তির কথা মত পাত্রী দেখতে যান প্রাণগোপাল মণ্ডল। অভিযোগ, ভাতারের এরুয়ার এলাকায় পৌঁছাতেই বেশ কয়েকজন তাকে এবং তার গাড়ি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করেন এবং নিয়ে যান ভাতারের বামশোর এলাকায়। সেখানেই তাকে এবং তার গাড়ি চালককে আটকে রাখেন অপহরণকারীরা। তার কাছে থাকা সোনার গহনা ছিনতাই করেন এবং তার অশ্লীল ছবি তুলে একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে আরও টাকার দাবি জানান। ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাণগোপাল মণ্ডল প্রথম ভয় অপহরণকারীদের ৫০ হাজার টাকা দেন। কিন্তু, তারপরও তাকে ক্রমাগত আরও টাকার জন্য চাপ দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি ঘটনার কথা জানিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার তদন্তে নেমে ভাতারের বামশোর থেকে জিয়ারুল সেখ-কে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ এবং বর্ধমান আদালতে পেশ করে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ।

