পূর্ব বর্ধমান : দীর্ঘদিন দাবি পূরণ। বর্ধমান সদর পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিসে কোনো গোডাউন ছিল না যেখানে বই, জুতো সহ পড়ুয়াদের বিভিন্ন সামগ্রী রাখার। অবশেষে সাংসদ তহবিল থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ এই দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে। সোমবার বর্ধমান সদর পূর্ব চক্র বিদ্যালয় পরিদর্শক অফিস বড়শুলে মুক্ত মঞ্চ ও গোডাউনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো।
এদিন সাংসদ কীর্তি আজাদ সহ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস সহ আরও অনেকে।
এদিনের অনুষ্ঠানে এসে কাশ্মীরের জঙ্গি হামলার ইস্যুতে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, “কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর ভেবেছিলাম প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে কাজ ফেলে ভারতে ফিরেছেন, হয়তো কাশ্মীর যাবেন বলে। কিন্তু, তিনি সেখানে না গিয়ে বিহারে মিটিং করলেন, এরপর কেরালাতেও সভা করলেন।” তিনি আরও বলেন, “পাকিস্তান বারবার নির্দোষ ভারতীয় নাগরিকদের হত্যা করছে। অথচ আমাদের ইন্টেলিজেন্স পুরোপুরি ব্যর্থ। এর দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ব্যর্থতার ফল।”

