পূর্ব বর্ধমান : শুক্রবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দুর্গাপুরে সভা করতে আসছেন, ঠিক সেই দিনই পুরোহিতদের নিয়ে সদলবলে দীঘার জগন্নাথ ধামের পথে তৃণমূল। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
মাত্র মাস খানেক আগে পূর্ব বর্ধমানের মেমারি থেকে দীঘাগামী এসবিএসটিসি বাস পরিষেবা চালু হয়। সেই সময় মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী ঘোষণা করেছিলেন, এলাকার পুরোহিতদের দীঘার জগন্নাথ ধামে নিয়ে যাবেন। শুক্রবার সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। এদিন সকালে প্রায় ৭০ জন পুরোহিতকে নিয়ে বাস রওনা দেয় মেমারি থেকে দীঘার উদ্দেশ্যে।
নিত্যানন্দ ব্যানার্জীর কথায়, “এলাকার পুরোহিতদের বিনা খরচে দীঘা ঘুরতে নিয়ে যাচ্ছি। ওঁরা মন্দিরে পুজো দিয়ে কাল ফিরে আসবেন। আমি কথা দিয়েছিলাম, কথা রাখলাম।”
পুরোহিতরাও খুশি। দীঘা জগন্নাথ ধাম দর্শনে বিনা খরচে যাওয়ার সুযোগ পেয়ে খোলা মনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।
এদিকে বিজেপি বিষয়টি ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “তৃণমূল এখন ভক্তির রাজনীতি করছে। কিন্তু পুরোহিতেরা আদৌ ভক্তি থেকে যাচ্ছেন, না ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে— সেটাই দেখার বিষয়। ২০২১-র ভোটের পর থেকে তৃণমূল সরকারের হিন্দু বিরোধী মুখ আমরা দেখেছি।”
সব মিলিয়ে মোদীর সভার দিনে পুরোহিতদের দীঘা সফর ঘিরে ফের একবার উত্তপ্ত রাজ্য রাজনীতি।

