Thursday, January 15, 2026
HomeখবরSIR শুনানিতে ১১০০ জনকে নোটিশ, বর্ধমান-কাটোয়া রোড অবরোধ

SIR শুনানিতে ১১০০ জনকে নোটিশ, বর্ধমান-কাটোয়া রোড অবরোধ

পূর্ব বর্ধমান :  প্রায় ১১০০ জন ভোটারের হাতে শুনানির নোটিশ কাটোয়ার গাঙ্গুলীডাঙা এলাকায়, ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। প্রতিবাদে সোমবার বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটোয়ার জয়েন্ট বিডিও। তবে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না এসডিও ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ এই পথ অবরোধ উঠবে না।
স্থানীয়দের অভিযোগ, যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক ও বয়স্ক মানুষ। শুনানির কেন্দ্র দশ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে যাওয়া তাঁদের পক্ষে অসম্ভব। তাই স্থানীয় বুথ বা স্কুলেই শুনানির ব্যবস্থা করার হোক।
গ্রামবাসীরা আরও জানান, গাঙ্গুলীডাঙা এলাকায় বর্তমান ভোটার তালিকার প্রায় ৭৫ শতাংশেরও বেশি ভোটারকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। এমনকি আশি বছরের ঊর্ধ্বে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের হাতেও নোটিশ পৌঁছেছে। এই পরিস্থিতিতে এলাকার মধ্যেই শুনানি হওয়া জরুরি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments