পূর্ব বর্ধমান : বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল একজনের। গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটওভার ব্রিজের সিঁড়িতে পদপিষ্ট হয়ে ৮ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে দুজনে অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলকাতায় পাঠানো হয়। চিকিৎসা চলাকালীন আজ অর্থাৎ সোমবার কলকাতায় মৃত্যু হল একজনের। মৃতার নাম অপর্ণা মণ্ডল (প্রায় ৫০), হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। জানা যায়, অপর্ণা দেবী বর্ধমানে আত্মীয় বাড়ি এসেছিল সেখান থেকে ফেরার পথে বর্ধমান স্টেশনে ট্রেন ধরার জন্য যায় তখনই ঘটে এই দুর্ঘটনা।

