পূর্ব বর্ধমান : ফের সরকারি হাসপাতালে হেনস্থার অভিযোগ। এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক অ্যাম্বুল্যান্স চালককে হেনস্থার অভিযোগ উঠল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স চালক সঞ্জীব হালদারের অভিযোগ, চলতি মাসের ৭ তারিখে পূর্ব বর্ধমানের আউশগ্রামের সোমাইপুরের বাসিন্দা প্রীয়াংশু বিশ্বাস নামে এক সাপে কাটা রোগীকে তার অ্যাম্বুলেন্সে করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন। রোগীর আত্মীয়দের অনুরোধে তিনি হাসপাতালের এমার্জেন্সি বিভাগ সংলগ্ন পুলিশ ক্যাম্পের অপরদিকে তার অ্যাম্বুলেন্সটি দাঁড় করিয়ে রোগীকে নিয়ে হাসপাতালের ভিতরে চলে যান। পরবর্তি সময়ে রোগীর আত্মীয়দের সুবিধার্থে তিনি এমার্জেন্সি বিভাগ থেকে বার করে অন্য বিল্ডিংয়ে রোগীকে নিয়ে যেতে সাহায্য করেন।
ওই সময় পুলিশ ক্যাম্প থেকে জনৈক পুলিশ কর্মী তার মোবাইলে ফোন করে তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও অ্যাম্বুলেন্সটি ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। তারপর তিনি তড়িঘড়ি নীচে আসতেই তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন পুলিশ আধিকারিক এমনকি তার জামার কলার ধরে টানতে টানতে পুলিশ ক্যাম্পের ভিতর সিসিটিভি রুমে নিয়ে গিয়ে সেখানে লাঠি দিয়ে আঘাত করেন। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি গলার বাঁম দিকে ব্যাথা অনুভব করলে তিনি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান এবং বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।
এরপর ঐ অ্যাম্বুলেন্স চালক পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ পত্র পাঠিয়ে হাসপাতালের ক্যাম্পের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

