Thursday, January 15, 2026
HomeখবরSIR ইস্যুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আক্রান্ত বিডিও অফিসের এক কর্মী

SIR ইস্যুতে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, আক্রান্ত বিডিও অফিসের এক কর্মী

পূর্ব বর্ধমান : SIR ইস্যুতে বিক্ষোভে রাস্তা অবরোধ চলাকালীন বিডিও অফিসের এক কর্মীকে মারধরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারে। SIR শুনানির নোটিশ পৌঁছাতে মঙ্গলবার দলীয় ব্যানার ছাড়াই জাতীয় পতাকা হাতে বিক্ষোভে নামেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু প্রকৃত ভোটারকে অযথা শুনানিতে ডাকা হচ্ছে। ভাতার বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ ও রোড অবরোধে শামিল হয় তারা। এর জেরে বর্ধমান-কাটোয়া রোড দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে।


বিক্ষোভ চলাকালীন ভাতার বিডিও অফিসের কন্যাশ্রী বিভাগের কর্মী উজ্জ্বল সামন্ত-কে মারধরের অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ভাতার থানার পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন  বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিধায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments