Friday, December 26, 2025
HomeকলকাতাSIR প্রক্রিয়ায় মধ্যে ফের বিস্ফোরক সিদ্দিকুল্লাহ চৌধুরী, “BLO-রা দায়িত্ব পালন করছেন না,...

SIR প্রক্রিয়ায় মধ্যে ফের বিস্ফোরক সিদ্দিকুল্লাহ চৌধুরী, “BLO-রা দায়িত্ব পালন করছেন না, মানুষের আস্থা নষ্ট হচ্ছে”

পূর্ব বর্ধমান : SIR প্রক্রিয়া চলাকালীন ফের বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী-র। শনিবার বর্ধমান প্রেস কর্ণারে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি বলেন, “BLO-রা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করছেন না। বাড়ি বাড়ি না গিয়ে এখানে-ওখানে বসে ফর্ম বিলি করছেন।”

মন্ত্রী আরও বলেন, “BLO কোন গ্রামে কবে বেরোলো, কে কোথায় যাবে সেই ম্যাপিং ঠিকভাবে হচ্ছে না। ফলে আমি নিজেও জানতে পারছি না আমার পাড়ায় আজকে BLO আসবে কিনা। এই ধোঁয়াশা কাটানো নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন ম্যাপিং করা হচ্ছে না, তা জানতে আমরা চিফ ইলেকশন অফিসারকে চিঠি দেব। এখনও সময় আছে কোন বুথে কবে যাবে সেই ম্যাপিং করুন, কারণ মানুষকে জানতে হবে তাদের পাড়ায় BLO কবে যাবে।”


তিনি আরও যোগ করেন, “BLO-দের তিনবার যাওয়ার কথা। কিন্তু অনেকেই একবারও যাচ্ছে না। এটা স্পষ্ট প্রতারণা। আমার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে, BLO-রা বাড়ি বাড়ি যাচ্ছে না। একটা পাড়া ঘুরে বলছে গোটা গ্রাম ঘুরেছি এটা চলবে না। নির্বাচন কমিশনের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা মাঠে নামলেই বোঝা যায়, মানা হচ্ছে না তা। ফলেমানুষের আস্থা নষ্ট হচ্ছে।”


মন্ত্রী আরও বলেন, “আমি যেটুকু জানি, ১০০ শতাংশ BLO কাজ করছে না। মাত্র কিছু অংশ করছে। এই অবস্থায় নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের আস্থা নষ্ট হচ্ছে।”


তাকে প্রশ্ন করা হয় – তাহলে বিজেপির অভিযোগের সঙ্গে কি তিনি একমত?
সিদ্দিকুল্লাহর স্পষ্ট উত্তর, “বিজেপির আমি খাইও না পড়িও না। আমি বিজেপির কঠোর শত্রু। আমি বিজেপির বন্ধু নই, তাদের সঙ্গে আমার কোনও স্বাদ নেই। বিজেপি হাওয়ায় কথা বলে, আমি মাঠের বাস্তব চিত্র বলছি।”


মন্ত্রী হিসেবে নিজের দলের তরফেই এমন অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে রাজ্যেরই এক মন্ত্রীর মুখে এমন অভিযোগে কমিশনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments