Friday, December 26, 2025
Homeখবর“SIR দীর্ঘ সময়ের প্রক্রিয়া, দুমাসের মধ্যে শেষ করা সম্ভব নয়”, দাবি রবীন্দ্রনাথ...

“SIR দীর্ঘ সময়ের প্রক্রিয়া, দুমাসের মধ্যে শেষ করা সম্ভব নয়”, দাবি রবীন্দ্রনাথ চ্যাটার্জীর

পূর্ব বর্ধমান : “SIR দীর্ঘ সময়ের প্রক্রিয়া, দুমাসের মধ্যে শেষ করা সম্ভব নয়”, এমনটাই দাবি করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী। সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২০০২ সালে যে SIR প্রক্রিয়া হয়েছিল, তা দুই বছর ধরে চলেছিল। তাই এই প্রক্রিয়া দুমাসের মধ্যে করা সম্ভব নয় এটা বাস্তব ঘটনা। BLO-দের উপর চাপ তৈরি করা হচ্ছে। ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।”

রবীন্দ্রনাথবাবু অভিযোগ করেন, “অনেক BLO শিক্ষক, কেউ কেউ অঙ্গনওয়াড়ি কর্মী। সুপ্রীম কোর্টের নির্দেশ ছিল যে তার স্কুল টাইমে পড়াশোনা করাবেন, তার পরে তারা BLO কাজ করবে। এর ফলে কাজের চাপে তাদের উপর অস্বাভাবিক মানসিক ও শারীরিক চাপ তৈরি হচ্ছে।বর্ধমানে এক অঙ্গনওয়াড়ি কর্মী যিনি BLO হিসেবে কাজ করছিলেন, ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এতে স্পষ্ট, BLO-দের মানুষের চাপ পড়ছে।”

এদিন উপস্থিত পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ সকল বিধায়করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments