গণবন্ধু : পুজো মিটতেই রাজ্যে SIR চালু হতে পারে এমন জল্পনার মাঝেই নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার, ২৭ অক্টোবর বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সূত্রের খবর, সেখানেই ঘোষণা হতে পারে এসআইআর প্রক্রিয়া শুরু নিয়ে।
শুধু পশ্চিমবঙ্গ নয় দেশজুড়ে একযোগে বহু রাজ্যে এসআইআর ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ১০-১৫টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন শুরু করতে পারে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরী এই পাঁচ রাজ্যে প্রথম ধাপেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
চারদিন আগেই দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। সেখানেই দেশজুড়ে এসআইআর চালুর প্রাথমিক রূপরেখা তৈরি হয়। বিহারে হওয়া এসআইআরকে আদর্শ ধরে এবার আরও কম সময়ে দেশব্যাপী প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। বিহারে এসআইআর শুরু হয়েছিল ২৪ জুন, শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। দেশব্যাপী দ্রুত এসআইআর চালাতে আগের এবং বর্তমান ভোটার তালিকা প্রস্তুত রাখতে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কমিশন।
সব চোখ এখন আজ বিকেলের সাংবাদিক বৈঠকের দিকে-সেখানেই স্পষ্ট হবে, পুজো-পরবর্তী জল্পনার কি সত্যিই পরিসমাপ্তি ঘটতে চলেছে।

