গণবন্ধু : ছাব্বিশের ভোটের আগে আদালতে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। আদালতে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতার। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ ২০২২ সালে দেওয়া এফআইআর-এ রক্ষাকবচ প্রত্যাহার করে জানিয়ে দেয়, “আদালতের অনুমতি ছাড়াই শুভেন্দুর বিরুদ্ধে এবার থেকে এফআইআর দায়ের করা যাবে।” পাশাপাশি পুরনো চারটি মামলায় তদন্তের জন্য সিবিআই ও রাজ্য পুলিশের সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সিট-এ সিবিআই-এর একজন এসপি পদমর্যাদার অফিসার ও রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন।
২০২২ সালের ৮ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং ভবিষ্যতেও শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে আদালতের অনুমতির নির্দেশ ছিল। সেই রক্ষাকবচই এদিন প্রত্যাহার করে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “কোনও অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না।” তিনি আরও জানিয়েছে, “এ নির্দেশ সম্পর্কে শুভেন্দুপক্ষের কোনও বক্তব্য থাকলে সোমবারের মধ্যে লিখিত আকারে জানাতে হবে।” তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫ টি মামলা খারিজ করা হয়েছে।
ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে বিরোধী দলনেতার জন্য এই সিদ্ধান্তকে বড় আইনি ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

