গণবন্ধু : খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। আগে নির্ধারিত ছিল ৯ ডিসেম্বর। নতুন নির্দেশিকা অনুযায়ী খসড়া তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। অর্থাৎ, প্রকাশের দিন পিছোল সাত দিন। পাশাপাশি পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি-র বদলে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
সূত্রের খবর, একাধিকবার তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন BLO-রা। তালিকা প্রস্তুত ও আপলোডের অতিরিক্ত চাপ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সীমা এবং অ্যাপ সংশ্লিষ্ট সমস্যার কথা তুলে ধরে দিন বাড়ানোর আবেদন করেছিলেন তাঁরা।
অবশেষে সেই দাবি মেনে নির্বাচন কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানাল। কমিশনের দাবি, সময় বাড়ানোয় আরও সঠিক ও নির্ভুল তথ্যসহ ভোটার তালিকা প্রস্তুত করা যাবে। নতুন সময়সূচি প্রকাশের পর BLO-দের একাংশ জানিয়েছেন, এতে কাজের চাপ কিছুটা কমলেও তালিকা প্রস্তুতির দায়িত্ব যথেষ্টই চ্যালেঞ্জিং থেকে যাচ্ছে।

