Friday, December 26, 2025
Homeখবরবামপন্থীরাই মৃত ও ভুয়ো ভোটার বাদ দিতে চাইছে, কিন্তু বিজেপি ও তৃণমূল...

বামপন্থীরাই মৃত ও ভুয়ো ভোটার বাদ দিতে চাইছে, কিন্তু বিজেপি ও তৃণমূল চাইছে এগুলো যেন থেকেই যায় : মহম্মদ সেলিম



গণবন্ধু ‌:  সিপিআই(এম)-এর বর্ধমান জেলা কার্যালয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ করা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “লোকভবন নাম দিয়েছে ভালো তো। তাহলে জনগণের জন্য দরজা খুলে দিক। অনেক অসহায় মানুষ আশ্রয় পাবেন। নামেই লোকভবন, কাজে নয়।”


তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে নবান্ন এখন “অসহায়” অবস্থায় রয়েছে। তাঁর কথায়, রাজ্যপাল একটি অনির্বাচিত পদ হলেও রাজ্যে একটি নির্বাচিত সরকার রয়েছে। তিনি বলেন, “বিজেপি দেশের নানা জায়গার নাম বদলে দিয়েছে। কেউ সৃষ্টি করে, আর কেউ নেমপ্লেট বদলায়।”



শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে সেলিম বলেন, “তৃণমূল কি এটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে? পিসি-ভাইপো যতক্ষণ না স্বীকার করছেন, ততক্ষণ অন্য কেউ কী বললেন তাতে কিছু যায় আসে না। বরং অযোগ্যদের বাঁচাতেই চেষ্টা করেছেন তারা।”



এদিন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের ফলতা সফর প্রসঙ্গেও তীব্র সমালোচনা করেন তিনি। সেলিমের দাবি, “গত নির্বাচনে নির্বাচন কমিশনের লোককে সঙ্গে নিয়েই দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এতদিনে কমিশনের নজরে এল? প্রতিটি বুথে গুণিতকে ভুয়ো ভোটার রয়েছে। বামপন্থীরা মৃত ও ভুয়ো ভোটার বাদ দিতে চাইছে, কিন্তু বিজেপি ও তৃণমূল চাইছে এগুলো যেন থেকেই যায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments