Friday, December 26, 2025
Homeকলকাতাঅভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতার আশীর্বাদ পেলেন যুব সভাপতি

অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতার আশীর্বাদ পেলেন যুব সভাপতি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতার হাত মাথায় নিয়ে আশীর্বাদ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার। বৃহস্পতিবার ছিল তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। স্বাভাবিকভাবেই সারা রাজ্য থেকে এদিন দলের অগুণিত সৈনিক সকাল থেকেই তাদের প্রিয় নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ও তাঁর দীর্ঘায়ু কামনা করে পাশে থাকার বার্তা দিতে অভিষেকের বাসভবনের সামনে ভীড় করতে শুরু করেন। পূর্ব বর্ধমান থেকেও জেলা যুব সংগঠনের বহু কর্মী কে সঙ্গে নিয়ে জেলা সভাপতি রাসবিহারী হালদারও তাঁর নেতাকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নেতার বাসভবনের সামনে। কিন্তু রীতিমত সংগ্রাম করে নেতার আশীর্বাদ নেওয়ার জন্য অবশেষে ভিড় ঠেলে এক্কেবারে সামনে পৌঁছতেই, অভিষেক কাছে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে আগামী দিনে দলের সংগঠন কে আরো মজবুত করার জন্য আশীর্বাদ করেন যুব নেতাকে।

রাসবিহারী হালদার বলেন, ‘আমি দলের একজন কর্মী মাত্র। আমার নেতৃত্ব আমায় যে নির্দেশ দেয় আমায় সেইমত কাজ করতে হয়। এদিন আমাদের শ্রদ্ধেয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে কলকাতার বাসভবনে গিয়েছিলাম। উনি আমার মাথায় হাত রেখেছেন, এটা আমার সৌভাগ্য। আগামীদিনে ওনার নির্দেশ মেনে দলের কাজ করার জন্য নতুন করে অনুপ্রেরণা পাওয়া গেলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments