Friday, December 26, 2025
Homeখবরএক রাতে একাধিক দোকান ফাঁকা! আতঙ্কে ব্যবসায়ীরা

এক রাতে একাধিক দোকান ফাঁকা! আতঙ্কে ব্যবসায়ীরা

পূর্ব বর্ধমান : এক রাতে একাধিক দোকান ফাঁকা! পূর্ব বর্ধমানের মেমারী থানার রসুলপুর বাজারে সোমবার গভীর রাতে পরপর একাধিক দোকানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা।


পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে দুষ্কৃতীরা প্রথমে বাজার এলাকার সিসি ক্যামেরার তার কেটে দেয় এবং কয়েকটি দোকানের ডিভিআর মেশিন তুলে নিয়ে পালায়, ফলে তদন্তের কাজ প্রাথমিকভাবে ব্যাহত হয়। এরপর একটি চালের দোকানের সাটার ভেঙে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদ ও বিরিয়ানি তৈরির ৫ বস্তা চাল লুট করে চোরেরা। পাশাপাশি পাশের একটি গহনার দোকান থেকে প্রায় ৫০-৫৫ গ্রাম সোনার গহনা, এবং একটি গ্যাস সিলিণ্ডার ডিস্ট্রিবিউটরের দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকা নগদ উধাও হয়েছে বলে অভিযোগ। একটি কাপড়ের দোকান থেকেও চুরি গেছে নগদ অর্থ ও মহিলাদের পোশাক।


একই রাতে দুষ্কৃতীরা বাজার চত্বরে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পিছনের জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, জানালার ছিটকিনি ভাঙা মিললেও রড কাটতে না পারায় চোরেরা প্রবেশ করতে পারেনি।
ঘটনার খবর পেয়ে মেমারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, আশপাশের এলাকার অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চোরেদের সন্ধানে তল্লাশি চলছে।


স্থানীয় ব্যবসায়ী দিলীপ বিশ্বাস ও তানিয়া ভট্টাচার্য্য বলেন, “রাতে পুলিশি টহল ও নিরাপত্তা না বাড়ালে এ ধরনের ঘটনা আরও বেড়ে যাবে।” ব্যবসায়ীদের দাবি, দ্রুত রাতের নিরাপত্তা জোরদার করা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments