Friday, December 26, 2025
Homeখবরএবার দাগি তালিকায় অধ্যক্ষের স্ত্রীর নাম! হাটগোবিন্দপুর কলেজে তুঙ্গে বিতর্ক

এবার দাগি তালিকায় অধ্যক্ষের স্ত্রীর নাম! হাটগোবিন্দপুর কলেজে তুঙ্গে বিতর্ক

পূর্ব বর্ধমান : দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করেছে দাগি শিক্ষকদের নামের তালিকা। সেই তালিকায় উঠে এসেছে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমল কুমার ঘোষের স্ত্রী সুমনা মল্লিকের নাম। তিনি পূর্বে জামালপুরের বেড়ুগ্রাম হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।

অধ্যক্ষের স্ত্রীর নাম নিয়োগ দুর্নীতির তালিকায় প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক এবং ক্ষোভ ছড়িয়েছে কলেজ চত্বর জুড়ে। কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রাজনৈতিক মহল—সকলের মধ্যেই অস্বস্তি। তবে ঘটনার পর রবিবার দিনভর কালনাগেটের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি।

সোমবার অধ্যক্ষ অমল কুমার ঘোষের সঙ্গে যোগাযোগ করা গেলে তিনি জানিয়েছেন, “আমি আইনের প্রতি ভরসা রাখি। বিষয়টি আদালতই বিচার করবে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হব।”

এ ঘটনায় সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের নেতা অর্ণব দত্ত বলেন, “অধ্যক্ষের স্ত্রীর নাম দাগি শিক্ষকের তালিকায় থাকা লজ্জার। এর ফলে কলেজের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।” পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছে পড়ুয়ারাও। কলেজ ছাত্রী বর্ষা দত্ত বলেন, “একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যদি দুর্নীতির অভিযোগ জড়িয়ে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”

ঘটনায় কলেজ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অধ্যক্ষ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, তা সামনে আনবে তদন্ত। তবে ততদিন এই ঘটনায় চাপের মুখে পড়েছে হাটগোবিন্দপুর কলেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments